হাংরি পাবনার উদ্যোগে ৪র্থ খাদ্য পণ্য ও ফ্যাশন মেলার উদ্বোধন


ফেসবুক গ্রুপ হাংরি পাবনার উদ্যোগে ৪র্থ খাদ্য পণ্য ও ফ্যাশন মেলার উদ্বোধন করা হয়েছে। 

পাবনার দোয়েল সেন্টার চত্ত্বরে রোব রাতে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন করেন সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ বাহেজ উদ্দিন।

গ্রুপ হাংরি পাবনার চীফ এডমিন মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে ও এডমিন দেওয়াম মাহবুবুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেএসপির পাবনার ম্যানেজিং ডিরেক্টর বিপ্লব হোসেন, জালাল মোমোরিয়াল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ মোস্তফা নোমান, মেলা উদযাপন কমিটির আহবায়ক নিপা ইসলাম, টাচ এন্ড গ্লোর ব্যবস্থাপনা পরিচালক শিমু ইসলাম প্রমুখ। মেলায় ৩৬ টি খাদ্য পন্য স্টল বসানো হয়েছে।