রাজশাহী বিভাগের জেলা পর্যায়ে বাছাইকৃত ২৪ টি স্কুলের ৭২ জন প্রতিযোগী এতে অংশ গ্রহণ করে। পাবনা জেলা স্কুল দলের তিন প্রতিযোগী সাদমান আলীম নির্ঝর, নাবিল হাসান ও নাজমুল হুদা চ্যাম্পিয়ন হয়।
শনিবার (২৫ মে) রাজশাহী লোক প্রশাসন মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতা এবং পাবনা জেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ এ পাবনা জেলা স্কুলের এ দল প্রথম স্থান অধিকার করে। আজ তারা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক তুষার কুমার দাশ বলেন, 'পাবনা জেলা স্কুলের এ সাফল্যে আমরা আনন্দিত। আমরা চাই আমরাদের ছাত্ররা অতীতের ধারাবাহিকতায় এমন সাফল্য দ্বারা উত্তরোত্তর স্কুলটির গৌরব ও সুনাম আরও বৃদ্ধি
করবে।'