পাবনার তাসকিনা সিনথী বিদ্যালয়ের সফলতা, শতভাগ উর্ত্তীর্ণ

পাবনার বেড়া উপজেলার তাসকিনা সিনথী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এবার এসএসসি পরিক্ষার্থীরা শতভাগ শিক্ষার্থী কৃতকার্যের সহীত উর্ত্তীর্ণ হয়েছেন। 

রবিবার (১২ মে) এসব তথ্য নিশ্চিত করেন তাসকিনা সিনথী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহমুদা সবুজ। তিনি জানান, এবার এস এস সি পরিক্ষায় তার প্রতিষ্ঠা করা বিদ্যালয় থেকে ২৯ জন শিক্ষার্থী  অংশগ্রহণ করেছেন এর মধ্যে ২৯ জন শিক্ষার্থীই কৃতকার্যের সাথে উর্ত্তীর্ণ হয়েছে ।

শিক্ষার্থীদের মধ্যে ৯ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন দুইজন। এছাড়া A গ্রেড পেয়েছেন ১৬ জন, আর A- পেয়ে উত্তীর্ণ হয়েছেন চারজন। 

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহমুদা সবুজ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিয়ে আসছিলেন বিদ্যালয়টি। সব সময় ভালো ভাবনা চিন্তা এবং যত্ন সহকারে শিক্ষার্থীদের পড়াশোনা করানো হতো। এ কারণে সফলতা এসেছে। ভবিষ্যতে আরো বড় ধরনের পরিকল্পনা রয়েছে শিক্ষার্থীদের নিয়ে। সকলের দোয়া ও ভালোবাসা থাকলে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে। 

উল্লেখ্য এই বিদ্যালয়ের, বেশিরভাগ শিক্ষার্থী প্রত্যন্ত চরাঞ্চলের।