পাবনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাবনা জেলা স্বেছাসেবক দলের অধীনস্থ সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মহরমকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান ও সদস্য সচিব কমল শেখ টিটু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ জারি করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কার আদেশে বলা হয় চাঁদাবাজি, হত্যার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মহরম। এ দায়ের সত্যতা পাওয়ায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় সকল প্রকার পদবী স্থায়ী বহিষ্কার করা হইলো। দলীয় কোন প্রকার কার্যক্রমে অংশগ্রহণ না করার নির্দেশ দেওয়া হইলো।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান জানান, সরকার পতনের পর বেশ কয়েকবার সতর্ক করার পরেও চাঁদাবাজি ও হত্যার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ করার প্রমাণ পাওয়া যায়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে মহরমকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মহরমের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করার চেস্টা করলেও মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।