পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

২৪ ঘন্টার ব্যবধানে পাবনা শহরে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। হেমায়েতপুরের পর এবার পাবনা শহরের বড় ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৭ নভেম্বর) রাতে পাবনা বড় ব্রিজ এলাকার বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তুষার (২০) পাবনা পৌর এলাকার রাধানগরের ময়দানপাড়ার আব্দুল মান্নানের ছেলে। গত বছর শহরের ওরিন নামে এক যুবক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পুর্ব শত্রুতার জেরে রাতে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।