হাইকোর্ট থেকে জামিন নিয়ে ফেরার পরদিনই ঈশ্বরদীর যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা


পাবনার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১৮ই নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মানিক পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুচ আলীর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।

নিহত মানিক হাত কাটা টুনটুনির ছোট ভাই মনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন। গতকাল হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে এসেছিলেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুর্ব শক্রুতার জেরে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ১৬ জুন রাত সাড়ে দশটার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এমপি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে তাফসির আহম্মেদ মনা নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়। বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।