ছাত্রদলের নাম করে যেই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবে তার বিরুদ্ধেই দলগতভাবে ও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বুধবার (২০ নভেম্বর) পাবনা সরকারি বুলবুল কলেজ, পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়কালে এসব কথা বলেন।
ছাত্রদলের প্রতিশ্রুতি ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনা করে রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদল শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরিতে কাজ করবে। আমরা দেশ নায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে এসেছি।