আকবর হোসেন স্মৃতি পাঠাগার পাবনার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত। শুক্রবার (১০ জানুয়ারি) পাঠাগার চত্বরে পাঠাগারের সভাপতি রফিকুল আলম রঞ্জুর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের পাবনা প্রতিনিধি এস এম আলাউদ্দিন।
এ সময় পাঠাগারের সেক্রেটারি মাওলানা মাহীন হোসাইন আজাদ, কোষাধ্যক্ষ ওয়ারিশ হোসেন রাকাত, কার্যকরী সদস্য রিপন সহ পাঠাগারের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন,কল্যাণমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় নিজ নিজ জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন সমাজের অসহায় দরিদ্র মানুষের সাথে করেই সমাজকে এগিয়ে নিতে হবে।
প্রিন্সিপাল ইকবাল হোসেন বলেন, সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে এগিয়ে আসলে এবং শীতার্তদের শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করলে তাদের কিছুটা হলেও দুঃখ কষ্ট লাগোব হবে । এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উল্লেখ্য আকবর হোসেন স্মৃতি পাঠাগার, দোপকোলা, পাবনা ৬৫ জন বিধবা মহিলাদের মধ্যে কম্বল বিতরণ করে।